‘বঙ্গবন্ধুর ভাবনায় জনসংখ্যা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, থাকছে আকর্ষণীয় পুরষ্কার

  © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার জন্য রচনা আহ্বান করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর ভাবনায় জনসংখ্যা’ বিষয়ে বাংলা অথবা ইংরেজিতে ৫ হাজারের শব্দের ভেতর (কভার পেজ,নোট ও রেফারেন্স ব্যতীত) লিখতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকলের জন্য এটি উন্মুক্ত। রচনা জমা দিতে পপুলেশন সায়েন্স বিভাগ, কক্ষ নংঃ ৪০৪৬ (ক) চতুর্থ তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৭মে এর মধ্যে উল্লেখিত ঠিকানায় ৫০০০ শব্দের ভেতর লেখা রচনা কম্পিউটার কম্পোজ করে ২কপি হার্ড কপি জমা দিতে হবে। এছাড়া এই ইমেইলেও সফট কপি জমা দিতে হবে ( dps@du.ac.bd )।

bangabandhu100yearsposter-1038x1406


সর্বশেষ সংবাদ