লক্ষ্মীপুরে অসচ্ছল ঢাবি শিক্ষার্থীদের পাশে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি

কভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গড়ে ওঠা জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি। শুক্রবার অসচ্ছল পরিবারের ২৮ জন শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হয়।

উদ্যোগ বিষয়ে ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি রাশেদ হোসেন বলেন, করোনার বন্ধের কারণে আমাদের টিউশননির্ভর ভাই-বোন-বন্ধুরা বড় আর্থিক সংকটে পড়েছে। তাদের অনেকের পরিবার টিউশন থেকে আসা টাকার উপর নির্ভর করতো। আবার করোনার এ দুর্যোগে অনেকের পরিবারের আয়ের উৎস বন্ধ। তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এ উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া সিনিয়রদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সহায়তা তহবিল গঠন করা হয়েছে বলে জানান ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলী মামুন। তিনি বলেন, আমাদের গুগল ফর্মে ২৮ জন তাদের সমস্যার কথা জানিয়েছেন। আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে তাদের মোবাইলে উপহার হিসাবে সামান্য কিছু টাকা পাঠিয়েছি। এরপরও যদি কোনো শিক্ষার্থী তাদের সমস্যার কথা জানায়, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।


সর্বশেষ সংবাদ