করোনা মোকাবেলায় সরকার উদাসীন: নুর
যেখানে বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে আমাদের দেশের সরকারের তেমন মাথা ব্যথা নেই। সরকার করোনা প্রতিরোধে তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান তিনি।
নুর বলেন, করোনা পরীক্ষা করতে যে কীটের প্রয়োজন সেটি আর ১৭০০ পিস আছে। অথচ নমুনাই জমা পড়েছে প্রায় দুই লাখ। দ্রুত করোনা পরীক্ষা করার কীটের ব্যবস্থা করুন। দেশের এই প্রতিকূল অবস্থায় লুকোচুরি না করে এটিকে রোধে যা ব্যবস্থা নিতে হয় তা নিন।
করোনাভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে নুর বলেন, এখন রাষ্ট্র খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা জানায় জাতীয় রোগ তত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ১৪ জন। তাদের মধ্যে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।