১৫ মার্চ ২০২০, ১৩:০৫

প্রচন্ড রোদেও অনশন অব্যাহত ঢাবি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের মহামারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচাতে অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় রাজুর ভাস্কর্যের পাদদেশে তারা অনশনে বসেন।

ওই শিক্ষার্থীরা হলেন টেলিভিশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন ও কে এম তুর্য।

বরিবার (১৫ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রচন্ড রোদের মধ্যে অনশন অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোদের কারণে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। তারমধ্যে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন বলে অনশনকারীরা জানিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই করোনার কারণে আতঙ্কে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই, তারা করোনা সচেতনতায় বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানিয়েছে।

এ বিষয়ে জুনাইদ হোসেন বলেন, ‘দাবি আমাদের একটাই, ক্যাম্পাস বন্ধ। আমাদের ক্যাম্পাস অনেক ঘনবসতিপূর্ণ। আমাদের চারজনের রুমে ৩০-৪০ জন থাকি। ক্লাসরুমও তাই। করোনা এমন একটি ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে ঘন্টাখানেকের মধ্যে হাজারে ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক। যতক্ষণ পর্যন্ত না আমাদের ক্যাম্পাস বন্ধ হচ্ছে, আমরা অনশন চালিয়ে যাব।’