ঢাবি শিক্ষার্থীকে পেটাল টিকেট কালোবাজারিরা
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আতাউল্লাহ (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকেট কালোবাজারিরা মারধর ও লাঞ্ছিত করেছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে টিকেট কাউন্টারের সামনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারিরা তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনায় দুপুরে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানায় মামলা দায়ের করেছেন মোহাম্মদ আতাউল্লাহ।
আতাউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা হাটখোলা গ্রামের বাসিন্দা শামসুল হুদার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য আন্তঃনগর উপকূল ট্রেনের অপেক্ষায় স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন আতাউল্লাহ।
এ সময় চিহ্নিত টিকিট কালোবাজারি হিরণ, শরীফ, স্বপন খলিফা, শাহীনসহ ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থী আতাউল্লাহ তাদের টিকিট বিক্রির দৃশ্য ক্যামেরাবন্দী করেছে এমন সন্দেহ করে। এরপর কিছু বুঝে উঠার আগেই অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা আতাউল্লাহকে মারধোর ও চরম লাঞ্ছিত করে। খবর পেয়ে স্টেশনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে (জি আর পি) থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী মামলা দায়ের করেছে। তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।