মন্দির ভাঙচুরের ঘটনায় ঢাবিতে বিক্ষোভ

  © টিডিসি ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ধলঘাট ক্যাম্প সংলগ্ন হিন্দু মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা চট্টগ্রামের পটিয়ায় মন্দির ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের খোঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী বলেন, আমাদের দেশে যখন মন্দিরে হামলা করা হয় তখন ভারতের আরএসএস বা হিন্দুত্ববাদীদের সুবিধা হয়। এখানে এই মন্দির ভাঙ্গার নাম করে ওখানে আরও দুটি মসজিদে হামলা করতে সুবিধা হয়।

তিনি বলেন, ঠিক তেমনিভাবে এখানে যে দাঙ্গা মনস্তাত্ত্বিক মানুষজন রয়েছে তারাও সুযোগের অপেক্ষায় থাকে কখন সেখানে একটি মসজিদ ভাঙ্গা হবে তখন সেই সুযোগে এই দেশে তারা মন্দিরে হামলা চালাতে পারে। এই কারণে যে মন্দির কিংবা মসজিদে হামলা করে সে কখনো প্রকৃত মুসলিম বা হিন্দু হতে পারে না। সে কখনো সম্প্রীতির মানুষ হতে পারে না। আমরা দ্রুত দোষীদের বিচার দাবি করছি।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল বলেন, চট্টগ্রামের পটিয়ায় জুম্মা নামাজের পরে একদল মৌলবাদী লোক একটি মন্দিরে ভাঙচুর করেছে। পুরো দক্ষিণ এশিয়ায় এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর প্রক্রিয়া চলছে। ভারতের দিল্লিতে এখন পর্যন্ত ৫০ অধিক লোক মারা গেছে। আমরা সরকারকে তখনই বলেছিলাম, ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারতে থাকেনা এর প্রভাব বাংলাদেশে পরে।

তিনি বলেন, একটি সহিংস ঘটনা আরেকটি সহিংস ঘটনাকে উস্কে দেয়। সরকার এই ঘটনাগুলোর বিচার না করার কারণে বারবার একই ঘটনা ঘটছে। দিল্লিতে যারা মসজিদ ভাঙচুর করে এবং এদেশে যারা মন্দির ভাঙচুর করে তাদের চরিত্র এক। যদিও তাদের পোশাক আলাদা। বাংলাদেশ ও ভারতের অসাম্প্রদায়িক মানুষ এই ঘটনাকে প্রতিহত করবে।

সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, চট্টগ্রামের পটিয়ায় একটি মন্দিরে হামলা করা হয়েছে। দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার পর বাংলাদেশের একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ব্যস্ত। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই নরেন্দ্র মোদী দিল্লিতে মসজিদ ভাঙ্গে, মসজিদ ভাঙতে উস্কানি দেয়, অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় যারা মন্দির ভেঙেছে তারা আর মোদির মধ্যে কোন পার্থক্য নেই। তারা উভয়ে নর্দমার কীট।

এর আগে চট্টগ্রামের পটিয়ায় মন্দির ভাঙচুরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগিব নায়িম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে গত শুক্রবার (৬ মার্চ) দুপুর ২ টায় একদল লোক ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’র ব্যানারে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।


সর্বশেষ সংবাদ