০৫ মার্চ ২০২০, ০৯:১৪

আন্দোলনে নেতৃত্ব দেয়ায় জার্মান দূতাবাস আমন্ত্রণ জানিয়েছে: ডাকসু ভিপি

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর জানিয়েছেন, দুই আন্দোলনের কারণে জার্মান দূতাবাসে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজের সঙ্গে সাক্ষাতের পর তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

নুরুল হক বলেন, ‘গণতন্ত্রের পক্ষে ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়ার আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি এবং দুটি আন্দোলন তথা (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন) নেতৃত্ব দেয়ায় আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ করা হয়েছে।’

ডাকসু ভিপি নুরুল হক বলেন, ডাকসুর প্রতিনিধি হিসেবে জার্মান রাষ্ট্রদূত আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। রাষ্ট্রদূতের সাথে কী নিয়ে আলোচনা হয়েছে? জানতে চাইলে নুর বলেন, ‘আমাদের মধ্যে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আমার উপর ৯ বার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এভাবে ভিন্নমত দমনে এ ধরণের সহিংস হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ছাত্র অধিকার পরিষদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

নুর আরও বলেন, একটা বৈষম্যহীন, সহিষ্ণু পৃথিবী গঠনে তরুণদের কাজ করার আহবান জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জার্মানে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিতে ও উন্নত বাংলাদেশ গড়তে তার দেশ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ডাকসুকে ‘Campus Violence’ রোধ ও মানুষের অধিকার আদায়ে কাজ করার আহবান জানান তিনি। তিনি বলেন, ‘সেখানে গণতান্ত্রিক পরিবেশ কীভাবে ফিরিয়ে আনা যায় এবং বাংলাদেশকে কীভাবে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে তারুণ্যের ভাবনা ও ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে।’

এর আগে আমেরিকান দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাসের সাথে কথা হয়েছে, তারাও এসব বিষয় নিয়ে কথা বলেন।’

ডাকসু ভিপি বলেন, ‘বিভিন্ন দূতাবাস আমাকে ডাকার কারণে ক্ষমতাসীনদের গায়ে জ্বালা শুরু হয়েছে। তারা আমাকে নিয়ে অপবাদ ও মিথ্যাচার করছে। দেশের জনগণ আমাকে পছন্দ করে এবং তরুণদের নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার কারণে তারা আমার সাথে কথা বলেছে।’

এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার (৪ মার্চ) বিকেলে জার্মান রাষ্ট্রদূতের কার্যালয়ে তার সাথে দেখা করেন নুর।

এ সময় তাদের মধ্যে ছাত্র রাজনীতি, ডাকসু, ক্যাম্পাসে সহিংসতাসহ নানান বিষয়ে আলোচনা হয়।