০২ মার্চ ২০২০, ০৯:৫৫

নুরের হুমকিদাতার হয়তো মানসিক সমস্যা আছে: ঢাবি প্রক্টর

ডাকসু ভিপি নুরুল হক (বামে), তাঁকে হুমকিদাতা আদনান আহমেদ নাবিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে প্রাণে মেরে ফেলার হুমকিদাতা-ছাত্রলীগ কর্মী মানসিক সমস্যায় থাকতে পারে। প্রয়োজন হলে তাঁকে মানসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

রোববার বেলা আড়াইটার দিকে কয়েকজন নেতা-কর্মী নিয়ে ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবন এলাকায় হাঁটার সময় এই হুমকির শিকার হন নুরুল। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। একপর্যায়ে আদনান আহমেদ ওরফে নাবিল নামের ছাত্রলীগের ওই কর্মী প্রক্টর কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আদনান আহমেদ তাঁর কাজের জন্য অনুতপ্ত। ভিপি নুরুল হকও তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছেন। আদনান হয়তো মানসিকভাবে সমস্যায় আছে। তাই তাঁর সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার হলে পরিবারের সঙ্গে কথা বলে তা দেওয়া হবে।’

আদনান আহমেদ নাবিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। সে হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী। নাবিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা যায়।

জানা গেছে, নুরসহ কয়েকজন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ করেই নাবিল বলতে লাগল ‘এই নুর তোর সময় ১১ তারিখ পর্যন্ত (ডাকসুর ভিপি হিসেবে গঠনতান্ত্রিক মেয়াদ)। এরপর বস্তায় ভরে গুম করে ফেলব, মেরে ফেলব’। পরে নুরের সাথে থাকা শাকিল মিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কে? তখন নাবিল তাকে থাপ্পড় দেয়।

হামলা এবং হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে ডাকসু ভিপি। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, ১১ তারিখের পর আমাকে ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেয়।  একপার্যায়ে আমাকে ধাক্কা দেয় ও আমার এক সহকর্মীকে মারধর করে।

মারধরের শিকার হওয়া ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শাকিল মিয়া বলেন, নুর (ভিপি) ভাইকে হুমকি দেওয়ার পর আমি পরিচয় জানতে চাইলে। নাবিল (অভিযুক্ত) আমাকে থাপ্পড় ও লাথি দেয়। অভিযুক্ত শিক্ষার্থী গত ২২ ডিসেম্বর ডাকসুতে হামলার সময়ও অংশ নিয়েছিল।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নাবিল বলেন, এ সব অভিযোগ মিথ্যা। বরং শাকিল (নুরুর অনুসারী) আমার বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিলো। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।

জানতে চাইলে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই নাবিল আমাকে হত্যার হুমকি দেয়। তখন আমি তাকে বলি তুমি এখানে দাড়াও, প্রক্টরিয়াল টিম আসছে। তখন এই ছেলে বাইক নিয়ে চলে যেতে চাইলে শাকিল তাকে আটকানোর চেষ্টা করে। তখন ছাত্রলীগ কর্মী নাবিল তাকে থাপ্পড় দেয়। পরে প্রক্টরিয়াল টিম তাকে অফিসে নিয়ে আসে।

এই ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনবলেন, কাউকে হুমকি-ধমকি দেওয়া একটি সাংগঠনিক ও প্রশাসনিক অপরাধ৷ ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে ছাত্রলীগ ব্যবস্থা নেবে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।