২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক চাকরিচ্যুত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা ছুটিতে শেষ করার পরও কাজে যোগদান না করা এবং নিজ আবেদনের প্রেক্ষিতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
ওই শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সস বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আকতার ও মো. মহসীন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির।