বইমেলায় দর্শনার্থীদের সাথে সেলফিতে মাতলেন ভিপি নুর (ভিডিও)
অমর একুশে বইমেলা পরিদর্শনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর। মেলায় নুরকে দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। এসময় ভিপি নুর দর্শনার্থী শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে মেতেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার ১৪তম দিনে বইমেলার সোহরাওয়ার্দিউদ্যানের অংশে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, ডাকসু ভিপিকে মাঝে রেখে তার ডানে-বামে-সামনে পেছনে উৎসুক ছাত্রজনতার ভিড়। এসময় একজন বলে ‘নুর ভাই এদিকে’ অন্যজন বলে ‘ভাই একটু তাকান’। এভাবে তরুণ শিক্ষার্থীদের ছবি তোলার আবদার মিটিয়ে যাচ্ছেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের মাঠ থেকে উঠে আসা ডাকসুর এ নেতা।
জনতার ভিড় শুধু তরুণদেরই নয়, বরং বিভিন্ন বয়সী মানুষেরা ভিড় করছে স্বচক্ষে একবার ভিপিকে দেখতে। তার সাথে কাটানো সময়টুকু ক্যামেরার ফ্রেমে বন্দী করে রাখতে চাচ্ছেন তারা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানায়, তরুণ প্রজন্মের কাছে সাহসের আইকন ভিপি নুর। শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছেন। বারবার বাধা আসলেও সেগুলোকে হাসিমুখে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বইমেলা দেখতে আসা আহসান আসিফ বলেন, নুর ভাইকে টিভিতে দেখতাম। সামনাসামনি দেখে ছবি তোলার লোভ সংবরণ করতে পারিনি। ভাই আমাদের সময় দিয়েছেন।
ছাত্র অধিকার পরিষদের নেতা মো. রাশেদ খান বলেন, ডাকসু ভিপি নুরসহ আমাদের সহযোদ্ধারা বইমেলায় ঘুরতে এসে সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হয়েছি। উৎসুক জনতা ভিপি নুরের সঙ্গে সেলফি তোলার আক্ষেপ জমিয়েছেন। সামাজিকমাধ্যম ফেসবুকের বাহিরে গিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততার বহিঃপ্রকাশ এটি। আমরা দারুণভাবে উপভোগ করেছি।