০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

ঢাবির সূর্যসেন হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  © টিডিসি ফটো

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া, হল সংসদের ভিপি মারিয়াম জামান সোহান, জিএস সিয়াম আহমেদ, হল সংসদের অন্যান্য সদস্যরাসহ প্রায় ৫’শ শিক্ষার্থী। এরপর মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থী সাব্বির আহম্মেদ এবং রানার্স-আপ হয়েছেন মো. জোনায়েদ মিয়া।

এছাড়াও প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পুরষ্কার জিতে নিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক। ওমর ৮০০ মিটার দৌড়ে ১ম স্থান, ১৫০০ মিটার দৌড়ে ২য় স্থান, ১০০×৪ রিলে দৌড় ২য় স্থান, উচ্চ লম্ফে ২য় স্থান, বর্ষা নিক্ষেপে ২য় স্থানসহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় কৃতিত্ব দেখান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবেনা। বিদ্যা অর্জনের পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়াশোনাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবে একজন সুষ্ঠু ছাত্র এবং নাগরিক হওয়া যাবে।