ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন নিয়ে পড়ার সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ পরিচালিত এক বছর মেয়াদি ‘থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স’ কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে (http://www.cse.du.ac.bd/ animation-lab/) ভর্তির আবেদন করা যাবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের ডিগ্রি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
২০১৭ সালে ‘থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স’ শীর্ষক এ সার্টিফিকেট কোর্স চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। এজন্য একটি অ্যানিমেশন ল্যাবও প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অ্যানিমেশন ল্যাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২০টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি ওয়াকম পেন ট্যাবলেট রয়েছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয় এ ল্যাবেই। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলনের সুযোগ পান।
কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য অ্যানিমেশন ল্যাবের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির। কোর্স বিষয়ে তিনি বলেন, দেশে অ্যানিমেশন শিল্পে দক্ষ জনবলের বেশ অভাব রয়েছে। তবে কর্মক্ষেত্রে এ চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এজন্য কোর্স পরিচালনার ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করেছি। ইন্ডাস্ট্রির চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাঠ্যক্রমটি পরিবর্তন ও পরিমার্জন করা হয়।
বর্তমানে দুজন প্রশিক্ষক এ কোর্স পরিচালনা করছেন। প্রশিক্ষকদের একজন আবদুল্লাহ সরফরাজ ইয়াসিন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইটিই বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডের স্কুল অব ভিজুয়্যাল ইফেক্টস থেকে অ্যানিমেশন ও ভিএফএক্সে পড়াশোনা করেন। থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স কোর্সের মডেলিং, শেডিং, টেক্সচারিং, লাইটিং, রেন্ডারিং, ডায়নামিক ইফেক্টস এবং কম্পোজিটিং বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি। অন্য প্রশিক্ষক অনিন্দ্য মকসুদ মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেশন ও ভিজুয়্যাল ইফেক্টসে স্নাতক শেষ করেছেন। পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অ্যানিমেশন মেন্টর থেকে ক্যারেক্টার অ্যানিমেশনে প্রশংসাপত্র অর্জন করেন। অনিন্দ্য ক্যারেক্টার অ্যানিমেশন ও রিগগিং বিষয়ে প্রশিক্ষণ দেন।