পূজার দিনে নির্বাচন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০২:১১ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ০২:১১ PM
সরস্বতী পূজার সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পেছানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তারা এ ঘোষণা দিয়েছেন।
জগন্নাথ হল সংসদ এ বিক্ষোভের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় দাবি সম্মলিত ব্যানারও বহন করেন তিনি।
জগন্নাথ হলের শিক্ষার্থী জয়জিত দাস বলেন, ‘আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যদি ৩০ তারিখের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দেলনে যেতে বাধ্য হবো।’
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) কাজল দাস বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করলো।’
তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকবো না। আমরা কঠোর আন্দোলনে যাব।’