‘মিথ্যা, ফাঁপা বুলি মানা সম্ভব নয়’

মুহাম্মদ রাশেদ খাঁন
মুহাম্মদ রাশেদ খাঁন

জনগণ কেন রাজপথে নেমে প্রতিবাদ করছে না? নাকি আমরা জনগণ জোয়ার বুঝে আন্দোলন করি?
এভাবে একটা ধর্ষণের জন্য প্রতিবাদ করলাম, পুলিশ প্রশাসন ২ দিনের মধ্যে ধর্ষককে আটক করল, আর বাকিদের জন্য কি কিছুই করার নেই?

হ্যা! হাজার দিনেও এই ধর্ষকদের বিচার হয় না, কারণ আমরা বিচার চাই না। এই দেশ এমনই এক দেশ রাজপথে বিচার না চাইলে, মিডিয়াতে নিউজ না হলে, জনগণ উত্তাল না হলে কোনকিছুর বিচার হয় না!

তাহলে আপনি আমি কীভাবে বলি আইন তার নিজস্ব গতিতে চলছে? আপনি আমি কীভাবে বলি ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? যেদিন কোন অপরাধীর বিচারের জন্য জনগণকে রাজপথে নামতে হবে না, প্রশাসন নিজ উদ্যোগে অপরাধীকে আটক করে বিচার নিশ্চিত করবে, আমি সেদিনই বলবো আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে এসব মিথ্যা, ফাঁপা বুলি মেনে নেওয়া সম্ভব নয়।

লেখক: মুহাম্মদ রাশেদ খাঁন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ