ঢাবি শিক্ষক লাঞ্ছিত: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের কর্মীদের মধ্যে শাড়ী বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগ নেত্রীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীনও মারধরে শিকার হয়েছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন ডাকসু ভিপি নুরুল হক।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গণামধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুর বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের নারী নেত্রীদের দ্বারা হলের হাউজটিউটর নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরিনকে মারধর ও লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দোষীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কর্মীদের শাড়ি বিতরণ করছিলেন হলের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ানসহ হল ছাত্রলীগের অন্যান্য নেত্রীরা। এসময় কর্মীদের মধ্য থেকে ৬ জন শাড়ি না পাওয়ায় তারা রুমে চলে গেলে হলের সহ-সভাপতি সালসাবিল রাবেয়া ৬টি শাড়ি সেখান থেকে নিয়ে ৬ জনের রুমে গিয়ে দিয়ে আসেন। সালসাবিল ৬টি শাড়ি কর্মীদের দেওয়ার কারণে ওই সময় ক্ষোভ প্রকাশ করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান। সে সময় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন মারধর ও লাঞ্ছনার শিকার হন। এ ব্যাপারে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন বলেন, ‘জোবাইদা আমার হলের একজন সাহসী হাউজ টিউটর (আবাসিক শিক্ষক)। হলের যেকোনো সমস্যা তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেন। তার ওপর হামলার ঘটনা অবশ্যই ন্যক্কারজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এটি ভিসির কাছে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।