২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

গণবিস্ফোরণ ঘটার আগেই দোষীদের গ্রেপ্তার করুন: নুর (ভিডিও)

নুরুল হক নুর  © ফাইল ফটো

গণবিস্ফোরণ ঘটার আগেই ডাকসু ভবনে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেলের বেড থেকে ফেসবুক লাইভে এ দাবি জানান তিনি।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমরাই যেখানে হামলার শিকার হয়েছি সেখানে উল্টো আমাদের নামেই মামলা করা হয়েছে। অথচ ভিডিও ফুটেজ থাকার পরেও হামলার ঘটনায় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেপ্তারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। একটি ঘটনা ঘটে, আন্দোলন শুরু হয়। আন্দোলন হলে সরকার লোক দেখানো একটা ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত যায়গায় হামলা করেও যদি ক্ষমতার জোড়ে এই সন্ত্রাসীরা বেঁচে যায় তাহলে এরা অন্যান্য যায়গায় আরো এমন ঘটনা ঘটাবে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের প্রতি আহবান জানাচ্ছি জন বিস্ফোরণ ঘটার আগেই হামলার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে। তবে পুলিশের করা মামলায় ছাত্রলীগ নেতাদের নাম না থাকায় নুর নিজেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই দিনের হামলার ঘটনায় নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন।