২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০

ভিন্নমতাদর্শীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদের  © ফাইল ফটো

ভিন্নমতাদর্শীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতা ছড়িয়ে পড়েছে। সম্পর্কের ভেতর উঁচু উঁচু দেয়াল তৈরি হয়েছে। সেগুলা ভেঙ্গে সম্পর্কের সেতু তৈরি করতে হবে।’

আজ বুধবার (২৫শে ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুপডার সভাপতি সাবেক সচিব মিজানুর রহমান।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমার চেয়েও মেধাবী শিক্ষার্থী ছিলেন। কিন্তু ভাগ্য এবং কাজকে ভালবাসি বলে আজ এতদূর এসেছি। অনেক সমস্যা পাড়ি দিয়েছি। যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা প্রকৃতি নয়। আমি প্রতিকূল স্রোতে সাতার কাটতে ভালবাসি।

তিনি আরো বলেন, আমাদেরকে চোর আখ্যায়িত করেছিল বিশ্বব্যাংক। তারপরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের অর্থায়নে পদ্মা সেতুর মত বিশাল কাজ করে দেখিয়েছেন। অনেক উন্নয়নের পরেও রাজনীতিতে ভিন্ন মত আছে,থাকবে। আমরা ক্ষমতায় চিরদিন থাকবনা। এই বীরের দেশে বিশ্বাসঘাতকতাও আছে। তবুও বলব আমাদের মত উন্নয়ন কেউ করতে পারবেনা। সম্পর্কের সেতুগুলোতে ফাঁটল ধরেছে। আমাদের রাজনীতিতে,পরিবারে ও সমাজে আরো সেতু দরকার।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, আজকের অনুষ্ঠান আমাদের জন্য এক উৎসব। এই দিনের মধ্য দিয়ে আমরা স্মৃতিতে ফিরে যাই। বর্তমানে বিসিএসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। এলামনাই এসোসিয়েশনে আমরা চেষ্টা করেছিলাম উল্লেখযোগ্য তহবিল তৈরি করার। প্রায় ৫৫ লক্ষ টাকা হয়েছিল। আশা করব বর্তমান এবং আগামীতে যারা দায়িত্বে আসবে তারা এটাকে আরো সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস হোসেন, ডুপডার সেক্রেটারি কে এম মুজিবুর রহমান, সরকারের সাবেক সচিব মাহমুদুল হাসান সহ ডুপডার সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ।