২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪

এমন হামলা বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত: লেখক

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও তিনি নিজে তদন্ত করছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেছেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

একটি বেসরকারি টেলিভিশনে ভিপি নুরের ওপর হামলা ঘটনার বিষয়ে জানতে চাইলে সোমবার এ কথা বলেন লেখক। তিনি দাবি করেন, কারণ ছাড়াই ছাত্রলীগকে এর সঙ্গে জড়ানো হচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের কোনো অংশগ্রহণ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী কর্মী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ এসময় ডাকসু ভিপির ওপর হামলাকে বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন লেখক।

তিনি আরো বলেন, ‘ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নেতাকর্মীদেরকে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে ‘ এ ঘটনাকে পুঁজি করে কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ছাত্রলীগ নেতা।

গত রোববার দুপুরে রড, লাঠি ও বাঁশ নিয়ে ভিপি নুরুলের ওপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কিছু ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

তাঁদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর অবস্থা গুরুতর। তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছিল। সুহেলও গুরুতর আহত হন।

গতকাল শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় ভিপি নুর ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।