লন্ডনেও নুরদের ওপর হামলার প্রতিবাদ ঢাবির প্রাক্তনদের

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর এবং তাঁর সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার ঘটনায় প্রতিবাদ হয়েছে লন্ডনেও।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এ প্রতিবাদ ও সংহতি সভার আয়োজন করে।

সভায় এই আক্রমনকে বাংলাদেশের ছাত্র সমাজ, গণতন্ত্র ও বাক স্বাধীনতার উপর ফ্যাসিবাদী নগ্ন আক্রমন বলে আখ্যায়িত করে অবিলম্বে দুর্বৃত্তদের গেফতার করার দাবী জানানো হয়। এছাড়া ছাত্র অধিকার আন্দোলনের সংগ্রাম ও কর্মসূচির সাথে জোরালো সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।

সভায় আন্দোলনকে অব্যাহত রাখার জন্য সারাদেশে বিশ্বিদ্যালয় ও কলেজ সমূহে বিক্ষোভ কর্মসুচী পালনের আহবানের সাথে সংহতি জানানো হয়। আয়োজক লন্ডনে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ছাত্র ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

সভায় আগামী ২৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় লন্ডনে কার্যকরী কমিটির সভা এবং ৬ জানুয়ারী দুপুর ১২টায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসুচী ঘোষণা করা হয় ।

ঢাকা বিশ্বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে’র চেয়ারম্যান আব্দুল কাদির সালেহ’র সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ড: এম এ আজিজ, ড: আজাবুল হক, আখতার মাহমুদ, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া, আহমদ ময়েজ প্রমুখ।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ঘটনায় হামলার কথা অস্বীকার করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হকের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মধ্যকার ধারাবাহিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

 


সর্বশেষ সংবাদ