১৮ ডিসেম্বর ২০১৯, ১৬:১৬

বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায় ছাত্র অধিকার পরিষদ

আমিনুল ইসলাম বুলবুল  © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদকে জামাত-শিবিরের অর্থায়নে রাষ্ট্রবিরোধী সংগঠন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ছাত্রদল এবং নিষিদ্ধ সংগঠন শিবিরের এজেন্ডা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের নুর বিরোধী লাঠি মিছিল পরবর্তী সমাবেশে এসব অভিযোগ করেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ছাত্রদল এবং নিষিদ্ধ সংগঠন শিবিরের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। এসবের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দিবে না।

বুলবুল বলেন, আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী আমরা সেখানে গেলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বলেছে এখানে কাউকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা প্রশাসনের নির্দেশের প্রতি সম্মান রেখে সেখান থেকে চলে আসি। এরপর আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করেছি।

এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক। আজ বুধবার দুপুরে শাহবাগ থানায় লিখিত করেন তিনি। এসময় থানার বাইরে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। ঢাবি প্রশাসন বললে অছাত্রদের বিরুদ্ধে তাৎক্ষনিক অ্যাকশনে যাবে বলে জানিয়েছে পুলিশ।