আর কেউ যেন আবরার না হয়: নুর

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের। এতে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে ছাত্র পরিষদের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে গণিত ভবন সামনে হয়ে দোয়েল চত্বর দিয়ে হয়ে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এসময় তারা মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আত্মরক্ষা নিজেদেরকে করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে লড়াই করতে হবে। ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর কোনো আবরারকে যেন মৃত্যুবরণ করতে না হয়। সেজন্য বাংলার ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে যারা ভণ্ডামী করে বেড়াচ্ছে, দেশের মুক্তিযুদ্ধকে যারা বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে যারা ব্যবহার করছে, প্রতিবাদী মানুষের ওপর হামলা-মামলা চালাচ্ছে, এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই গণতন্ত্র, বিচারহীনতা দেখার জন্য ৩০ লাখ শহীদ জীবন দেয়নি।’

নুর বলেন, ‘প্রয়োজনে স্বাধীনতা-সংগ্রামের জন্য যদি জীবন দিতে হয়, আমরা রাজপথে জীবন দেব। তাদের প্রতি আহবান, ডাকসুর ভিপি হিসেবে বলছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাবে।

এর আগে আজ বুধবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী উভয় পক্ষা সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গতকাল ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে দু’দফা মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা।

পরে উভয় পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সে অনুযায়ী, ১২টার দিকে উভয় পক্ষই রাজু ভাস্কর্য এলাকায় কর্মসূচি পালন করতে যান। এতে উত্তেজনা তৈরি হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। সহকারী প্রক্টর বদিরুজ্জামান রাজু ভাস্কর্য থেকে সবাইকে নেমে যাওয়ার আহবান জানান।

তবে উভয় পক্ষই রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ