৩০ নভেম্বর ২০১৯, ০৯:৪৬
চারুকলায় বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরের একটি গাছে আটকে বিড়াল উদ্ধারে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিপেন্সের কর্মীরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে চারুকলার ইতিহাস বিভাগের সামনের অংশে মেহগনি গাছে একটি বিড়াল আটকা পড়ে। বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেন চারুকলার শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কল পেয়ে বিড়ালটিকে উদ্ধার করতে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, রাত সাড়ে ১০টায় চারুকলায় বিড়াল আটকে পড়ার ঘটনা আমরা জানতে পারি। খবর পেয়েই বিড়ালটিকে উদ্ধার করতে আমরা এগিয়ে আসি।
ওই কর্মী জানান, মেহগনি গাছের ডালে বিড়ালটি আটকা পড়ে। গাছের ডালটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ওঠারও সক্ষমতা ছিল না।