আজও দাড়িয়েছেন প্ল্যাকার্ড হাতে, ক্লাসে ফেরার আকুতি ঢাবি শিক্ষকের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ড. রুশাদ ফরিদীর আজ বুধবারও প্লাকার্ড হাতে দাড়িয়েছেন দাড়িয়েছেন। তার বিরুদ্ধে দেয়া শাস্তিমূলক আদেশ প্রত্যাহার করে ক্লাসে যাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
ড. রুশাদ ফরিদীর বিরুদ্ধে সিন্ডিকেটের দেয়া বাধ্যতামূলক ছুটির আদেশ অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে তাকে কাজে যোগদান করারও নির্দেশ দিয়েছেন। গত ২৫ আগস্ট এ আদেশ দেন আদালত।
গত সোমবার যোগদানের কাগজপত্র বিভাগের অফিসে জমা দিতে গেলে অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা জানিয়েছেন, ‘চেয়ারম্যান স্যার জানিয়েছেন উনার অনুমতি ছাড়া কোন চিঠি রিসিভ করা যাবে না’। বিষয়টি নিয়ে সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ড. রুশাদ ফরিদী। সেখানে তিনি তার শিক্ষকতায় ফেরার পথটা বেশ কঠিন হবেই বলে মন্তব্যে করেন।
মঙ্গলবার রাতে ড. রুশাদ ফরিদী ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। এতে তার একটি ছবি দিয়েছেন ড. রুশাদ ফরিদী। সেখানে দেখা যাচ্ছে তিনি অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। প্ল্যাকার্ডে লেখা আছে, ‘আমি শিক্ষক, আমাকে ক্লাসে যেতে দিন’।
আজও একই প্ল্যাকার্ড হাতে বিভাগের সামনে দাড়িয়েছেন তিনি। এর একটি ছবি ফেসবুকে দিয়ে তিনি লিখেছেন, ‘আজকের দিনের কর্মসূচি শুরু। ক্লাসে ফেরা না পর্যন্ত প্রতিদিন চলবে।’
তার স্ট্যাটাসে অনেকে নানা ধরণের কমেন্টস করেছেন। মো. হুমায়ুন কবির হিমু লিখেছেন, ‘একজন মুক্ত চিন্তাধারার মানুষের প্রতি এমন অবিচার মেনে নিতে পারছি না! স্যারের প্রতি অনেক ভালবাসা ও শ্রদ্ধা রইল।’
তারিকুল ইসলাম তারেক লিখেছেন, ‘স্যার কিছু মনে করবেন না প্লিজ। আপনাকে বাধ্যতামূলক অবসরে কেন পাঠানো হয়েছিল? আসলে আমি পূর্বাপর ইতিহাস জানি না!’
সায়েদুজ্জামান টিটো লিখেছেন, ‘খুবই দুঃখজনক স্যার! একজন জনপ্রিয় সিনিয়র শিক্ষকের এমন অবস্থা সত্যি লজ্জাজনক।’ শফিক ইমরান লিখেছেন, ‘অর্থনীতি বিভাগে কি ১৫-২০ জন শিক্ষার্থী নেই এই অন্যায়ের বিরুদ্ধে দাড়ানোর জন্য?’
পড়ুন: আমি শিক্ষক, আমাকে ক্লাসে যেতে দিন—ঢাবি শিক্ষকের আকুতি