ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ৫ম নন-ফিকশন বইমেলা-২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
বণিক বার্তা ও ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে এবারের নন-ফিকশন বইমেলায় দেশের প্রথম সারির খ্যাতনামা ২৬টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় সব বইয়ে থাকছে ৩০ শতাংশ মূল্য ছাড়। এ প্রয়াসের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা ও নন-ফিকশন বইয়ের পরিচিতি বাড়ানো এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. আক্তারুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উলাহ্ আল্ মাসুদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের বইমেলা আয়োজিত হয়। তবে নন-ফিকশন নিয়ে আয়োজিত এ বইমেলার আলাদা বিশেষত্ব রয়েছে। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ বইমেলা বেশ গুরুত্ববহ। তাদের একাডেমিক কাজে সহায়ক গ্রন্থগুলো বিশ্ববিদ্যালয় অঙ্গনে নিয়ে এসেছে এ মেলা। তিনি প্রতি বছর এ বইমেলা আয়োজনের জন্য বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ মেলা অব্যাহত রাখার আহ্বান জানান।
অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, বর্তমানে আমরা প্রযুক্তির ওপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি যে এখন চোখের ও মস্তিষ্কের ওপর চাপ বাড়ছে। প্রযুক্তির প্রতি এত বেশি ঝোঁক, এত বেশি আকর্ষণ যে এখন আমাদের শরীরের ক্ষতি হওয়া শুরু হয়েছে। তাই মানুষ আবার সেই ছাপানো বইয়ের দিকে মনোযোগ দিচ্ছে। নন-ফিকশন বইমেলা আয়োজনে সহযোগী সব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ধন্যবাদ জানান তিনি।
স্বাগত বক্তব্যে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, আমরা পাঁচ বছর আগে এ মেলা শুরু করেছিলাম। ধীরে ধীরে এ মেলা বেশ শক্ত একটি অবস্থান করে নিয়েছে। এজন্য আয়োজন সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), প্রথমা প্রকাশন, ডেইলি স্টার বুকস, বাতিঘর, শ্রাবণ প্রকাশনী, সংহতি প্রকাশনী, দিব্যপ্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লিমিটেড (এপিপিএল), জাগৃতি প্রকাশনী, মাওলা ব্রাদার্স, সাহিত্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, নালন্দা প্রকাশনী, অনন্যা, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, আলোঘর, ঐতিহ্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, জাতীয় সাহিত্য প্রকাশ, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ ও বাংলা একাডেমি।