‘যাদের আত্মসম্মানবোধ নেই তারাই দু‌র্নী‌তি করে’

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম বলেছেন, ‘সবাই দুর্নীতি করতে পারে না, যাদের আত্মসম্মানবোধ নেই তারাই দুর্নীতি করে। সামাজের সকল মানুষের আচরণ এক নয়। বিশেষ করে ম‌ন্ত্রী প‌রিষদের সকল ম‌ন্ত্রী এক নয়, তেম‌নি ভাবে আমাদের সকল শিক্ষকও এক নয়। তাদের বে‌ড়ে উঠার প‌রিবে‌শের উপরই এ আচরণ নির্ভর করে।’

রোববার বিকেলে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার প‌টিয়া উপ‌জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টু‌ডেন্ট অ্যাসোসিয়েশন অফ পটিয়া (ডুসাপ)-এর নবীণবরণ ও তাদের প্রকাশনা ‘উত্তরণ’ এর মোড়ক উ‌ম্মোচ‌ন অনুষ্ঠানে এসব কথা বলেন তি‌নি।

অধ্যাপক ড. নেহাল করিম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দোষ আমরা ভাল কে ভাল ব‌লি না, খারাপকে খারাপ ব‌লি না। সে কার‌ণে যারা খারাপ, অন্যায় করে তারা পেয়ে বসে যে, আমাদের কেউ দেখছে না, কেউ কিছু বলছে না। তাই দুর্নী‌তিকারীরা আরো বে‌শি সাহস পায়।’

এসময় তি‌নি উপ‌স্থিত নবীন শিক্ষার্থীদের উ‌দ্দেশ্য করে ব‌লেন, ‘এদেশে নী‌তি-নৈ‌তিকতার কোন বালাই নেই। এই নী‌তি নৈ‌তিকতা প্রত্যেক‌টি পেশাতে অপর্যাপ্ত। তোমরা ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে পড়ালেখা করছ,‌ তোমরা পড়বে এবং দেখবে সমাজটা কিভাবে চলছে। পড়ালেখা শেষ করে যখন তোমরা বি‌ভিন্ন পেশাতে যাবে ‌এসময় তোমা‌দের য‌দি মান‌বিক মূল্যবোধ জাগ্রত না হয়, তাহলে এ জীবনের কোন মূল্য নাই।’

তিনি বলেন, ‘আর কিছু না হোক অন্তত মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।’ কর্মক্ষেত্রে আবেগ তাড়িত না হয়ে বিবেক দ্বারা তা‌ড়িত হওয়ার পরামর্শ দিয়ে তি‌নি বলেন, ‘সময়কে মূল্য দিতে হবে। জীবনে যা কিছু করবে আন্তরিকতার সাথে করবে তাহলে জীবন কখনই ঠকবে না।’

তি‌নি তার পিতা বাংলা স‌া‌হি‌ত্যের অন্যতম সমা‌লোচক আহমদ শরীরফের কথা স্মরণ করে বলেন, ‘সমগ্র বাংলাদেশে একমাত্র আহমদ শরীফের মৌ‌লিক গ্রন্থনাই সবচ‌েয়ে বে‌শি। সরকা‌রি পৃষ্টপোষকতা না থাকা‌র কারণেই অনেকে এ‌টি জা‌নে না।’

ডুসাপের সভাপ‌তি আবদুল্লাহ আল নোম‌ানের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন গণপ্রজাত‌ন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরের স‌চিব জামাল উ‌দ্দীন। আহমদ বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিক্যাল বিশ্ব‌বিদ্যালয়ের গাইনী ও প্রসূতী বিভাগের কনসালটেন্ট ডা. রেহানা আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী।

এর আগে প‌বিত্র কোরআন, বাই‌বেল এবং গীতা থেকে পাঠ দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। পরে অ‌তি‌থিরা ডুসাপের বা‌র্ষিক প্রকাশনা ‘উত্তরণ’ এর তৃতীয় সংস্করণের মোড়ক উম্মোচন করেন।

প্রসঙ্গত, ২০১৩ সা‌লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চট্টগ্রাম জেলার প‌টিয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ডুসাপ নামে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ