আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতে যাচ্ছেন ঢাবি শিক্ষক মেহেদী
আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ফের ভারতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। ১৩-১৪ নভেম্বর দু'দিনব্যাপী অনুষ্ঠেয় সেমিনারে যোগ দিতে তিনি আগামী শুক্রবার ভারত যাবেন।
জানা গেছে, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ কর্তৃক এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এবারের বিষয় সুফিজম হিউম্যানিজম এন্ড প্লুরালিজম : ইন্ডিয়ান পারসপেক্টিভ।
সেখানে সহকারী অধ্যাপক মেহেদী হাসান সেমিনারে সুফি অর্ডার অব বাংলাদেশ কাদেরিয়া গাউছিয়া আহমদিয়া এন্ড ইটস রিসার্চার সৈয়দ আহমদুল হক শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন।
প্রসঙ্গত, এর আগেও সহকারী অধ্যাপক মেহেদী হাসান একাধিক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে প্রবন্ধ উপস্থাপনা করেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের মেঘালয় রাজ্যের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে আয়োজিত সুফিবাদ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও, গতবছর আন্তধর্মীয় সম্প্রীতির উপরে কলকাতা এশিয়াটিক সোসাইটি কর্তৃক আয়োজিত এক সেমিনারে আমন্ত্রিত হয়ে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন।