মুহসীন হলের ছাদে রামদা-ছুরি, কারা রেখেছে জানে না কর্তৃপক্ষ!

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে কাপড়ে মোড়ানো রামদা, ছুরি ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হলের কর্মচারীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে সেগুলো পান। তবে কারা সেখানে দেশীয় অস্ত্রগুলো রেখেছে তা জানা যায়নি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়েছে, ‘২৯ অক্টোবর মঙ্গলবার সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন।’

তাক্ষণিকভাবে সেটি হল অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি খুলে ১০টি রামদা, বড় ছুরি দুটি এবং লোহার দুটি পাইপ পাওয়া যায়। কারা সেগুলো ছাদে নিয়ে গেছেন সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তবে হলে গভীর রাতে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীরা সেগুলো হলের ছাদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন প্রাধ্যক্ষ নিজামূল হক ভুইয়া। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা রাতে যখন অভিযান চালাই, তখন হলের শিক্ষার্থীরা এগুলো ফেলে গেছেন বলে আমার ধারণা। এগুলো তো বাইরে থেকে আসেনি।’


সর্বশেষ সংবাদ