২৩ অক্টোবর ২০১৯, ১০:৩৮

ভিপি নুরের আইডি হ্যাক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুলহক নুরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বুধবার ভোর থেকে নুর তার আইডিটি ব্যবহার করতে পারছেন না। আইডি হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছেন ভিপি নুর।

এবিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস’কে নুর বলেন, “বুধবার সাড়ে ৫ টার দিকে আমার আইডি হ্যাক হয়েছে। এরপর আর কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে এসব করা হচ্ছে। আমি আইনী পদক্ষেপ নেব।”

তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাক করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাক হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাক করা হয়েছে।”

নুর বলেন, “আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু, তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।”

তিনি আইডি হ্যাকের প্রেক্ষিতে অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।