পদত্যাগের মতো তেমন অভিযোগ নেই: ডাকসু ভিপি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ PM , আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ০১:৩১ AM
সম্প্রতি ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জনকে পাঠানো আইনি নোটিশের বিষেয়ে নিজের অবস্থান জানালেন ভিপি নুরুল হক নুর। সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া বক্তব্যে এ বিষয়ে জানান তিনি।
নোটিশের বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, এখানে আমিসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের উচিত পদত্যাগ করা। তবে আমার বিরুদ্ধে পদত্যাগের মত তেমন অভিযোগ নেই। তবে যদি সেরকম কোনো অভিযোগ দৃশ্যমান হয় তাহলে আমি অবশ্যই পদত্যাগ করব। কারণ ডাকসু নির্বাচনে বিজয়ী হবার পর আমি বলেছিলাম ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে পরিচয় দিতে আমি লজ্জা বোধ করি। কারণ এটা কি প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর শের-ই-বাংলানগর এলাকার বাসিন্দা মাহবুবুল আলমের পক্ষে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মাহাবুবুল আলম (দুলাল) নোটিশটি প্রেরণ করেছেন।
দায়িত্ব পালনে ব্যর্থতা, বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা ক্ষুন্ন করা, অনিয়মসহ নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, ডাকসুর ভিপি ও জিএসসহ ছয়জনকে পদত্যাগ করার জন্য উকিল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা না গ্রহণ না করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পদত্যাগ করতে বলা ছয়জন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (একাডেমিক), ডাকসুর ভিপি ও জিএস এবং রেজিস্ট্রার।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও ডাকসুর জিএস এবং রেজিস্ট্রারকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে। এছাড়া ভিপির বিরুদ্ধেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা প্রক্রিয়া না মেনে নিয়ম ও আইন লংঘন করে নিজেরাই অন্যায় ও অপরাধমূলক আচরণ দ্বারা বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছেন। এছাড়া ডাকসু জিএস গোলাম রাব্বানীর নৈতিক স্খলনজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও নজিরবিহীন দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড দ্বারা কলুষিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এসব কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (একাডেমিক), ডাকসুর ভিপি ও জিএস এবং রেজিস্ট্রারকে স্ব-স্ব পদ থেকে পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হয়।
নোটিশের বিষয়ে নিজেদের অবস্থান জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে কল দিলে এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি। অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, প্রতিক্রিয়ার কিছু নেই আমাদের কাছে চিঠি এসেছিল আমরা জবাব দিয়েছি।
এছাড়াও নিজেদের অবস্থান জানতে ডাকসুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , উপ-উপাচার্য (শিক্ষা), জিএস গোলাম রাব্বানী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কল দিলেও তারা রিসিভ করেন নি।