২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৬

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি আবেদন ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে চলবে অনলাইনে ভর্তি কার্যক্রম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস।

বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শুধু ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। সেকেন্ড টাইম না থাকায় শুধু ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে। ২৯ অক্টোবরের পরে ভর্তির আবেদন গ্রহণ করা হবে না। তাই শিক্ষার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যেই আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা শুরু:

বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ নভেম্বর (শুক্রবার), সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

বিজ্ঞান ইউনিটের ২২ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত

আবেদনের যোগ্যতা:

‘ক’ ইউনিট বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ- ৭.০০।

‘খ’ ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ- ৬.০০।

‘গ’ ইউনিট ব্যবসায় শিক্ষা: এসএসসি ও এইচএসসি সমন্বয়ে জিপিএ- ৬.৫০।

নাম্বার

MCQ পরীক্ষার নাম্বার- ১২০

জিপিএ নাম্বার- ৮০ মার্ক

পাস নাম্বার- ৪৮

নেগেটিভ মার্কিং — নেই

মানবন্টন:

ব্যবসায় শিক্ষা

বাংলা- (২০×১.২০)= ২৪

ইংরেজি- (২০×১.২০) = ২৪

হিসাববিজ্ঞান- (২০×১.২০) = ২৪

ব্যবসায় শিক্ষা- (২০×১.২০)= ২৪

মার্কেটিং/ফিন্যান্স এনফ ব্যাংকিং- (২০×১.২০)= ২৪

কলা ও সামাজিক বিজ্ঞান মানবন্টন

বাংলা- ৩০

ইংরেজি- ৩০

সাধারন জ্ঞান- ৬০

বিজ্ঞান বিভাগ:

বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রতি উত্তরে মোট নাম্বার ৩০।

যাদের এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪টি উত্তর দিতে হবে তবে। ইচ্ছে করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে।