সমাজের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালাতে হবে
‘শিক্ষার ব্যয় বৃদ্ধি রুখো-গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হোন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার। এর আগে জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উড়ান সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের উদ্বোধন করে সেলিনা আক্তার বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে যে রাজনীতি চলছে তা মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে এসেছে বলে মন্তব্য করেন। এজন্য দঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দু:খ হয় এই ভেবে যে, মিলন শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিতে প্রাণ দিয়েছিল কিন্তু আজও সেই গণতন্ত্র শৃঙ্খলিতই রয়ে গেছে। সমাজে ধনী আরও ধনী হয়েছে, গরীব হয়েছে আরও গরীব। যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি তাদের স্বপ্নের কথা, সেই শহীদদের স্বপ্নের কথা আজ আমরা ভুলে গেছি। তাই দেশটাকে নিয়ে চলছে ক্ষমতার লড়াই আর লুটপাটের প্রতিযোগিতা। স্বাধীনতার সুফল থেকে তাই সাধারণ মানুষ হচ্ছে বঞ্চিত।’
এসময়, দু:খ প্রকাশ করে নিজেদের বড় অকৃতজ্ঞ বাঙালি জাতি বলে ক্ষোভ প্রকাশ করেন এই শহীদ জননী।
সম্প্রতি বিশ্ব র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না থাকার প্রসঙ্গে বলেন, 'দেশের শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীগণের একাংশ বিদ্যার্জনের পরিবর্তে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি ইত্যাদি অনৈতিক কাজের সাথে জড়িয়ে পরে। আমি বলবো, এটা ছাত্রদের অপরাধ নয়, এটা আমাদের অপরাধ। আমরা কোমলমতি ছাত্রদের রাজনীতির নামে নানাভাবে প্রলুব্ধ করে তাদের নৈতিক অধ:পতনের সুযোগ করে দিয়েছি। বর্তমান অবস্থা আরো শোচনীয়। দেশে মাদকের রমরমা ব্যবসার ফলে তরুণ সমাজ আজ মাদকাসক্ত। সকল মহলকে মনে রাখতে হবে এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজম্মকে রক্ষা করতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। এই মুহূর্ত থেকে আমাদের নিজেদের চরিত্র সংশোধন করতে হবে।'
এসময়, সমাজের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালানোর প্রয়োজনীয়তা ব্যক্ত করেন সেলিনা আক্তার।
বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ‘আজকে এমন একটা সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন হচ্ছে যখন বাংলাদেশের মানুষ এই প্রশ্নটাই করছে যে ক্ষমতায় থাকলে কি জাদুর মন্ত্র আসে, ক্ষমতায় থাকলে আলমারি খুললেই কোটি টাকা, তোষক তুললেই কোটি টাকা। সাধারণ মানুষের আলমারি খুললে বের হয় তেলাপোকা, সাধারণ মানুষের তোষক তুললে বের হয় ছাড়পোকা। আর এদের আলমারি-তোষক তুললেই কোটি টাকা।' এই কোটি টাকার উৎস সম্পর্কে মানুষের জানতে চায় বলে দাবি করেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মী উপস্থিত ছিলেন।