ঢাবিতে ডাকসুর উদ্যোগে উচ্চ গতির ইন্টারনেট
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র উদ্যোগে টিএসসিতে উচ্চ গতির ইন্টারনেট (ওয়াইফাই) সংযুক্তির কাজ চলছে। আগামী ২/৩ দিনের মধ্যে উচ্চগতির এই ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন ডাকসু’র ভিপি নুরুলহক নুর।
ভিপি নুর জানান, টিএসসির সম্মুখভাগে তিনটি এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় একটি উন্নত প্রযুক্তির হটস্পট দিয়ে নিরবিচ্ছিন্ন এই ওয়াইফাই সেবা প্রদান করা হবে। এতে সহযোগিতা করছে 'আমরা নেটওয়ার্কস লিমিটেড।' আর বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এদিকে ডাকসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। একইসাথে বহিরাগতরা যাতে এই সুবিধা গ্রহণ করতে না পারে সেজন্য ইউনিকভাবে ইউজার আইডি ব্যহারের পরামর্শও দিয়েছেন তারা।