২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৩

ঢাবিতে ছাত্রদল ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাদা দল। সোমবার সাদা দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ছাত্রদলের উপর হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছেন সংগঠনের নের্তৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সুতিকাগার, মুক্তবুদ্ধি চর্চা ও লালনের কেন্দ্র। এখানে ছাত্র-শিক্ষকসহ সকল ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে, কার্যক্রম চালাবে এটাই প্রত্যাশিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যও তাই। কিন্তু জাতীয় রাজনীতির ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়েও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে নিজেদের একক আধিপত্য বজায় রাখার অশুভ মানসিকতা নিয়ে প্রতিনিয়তই ভিন্নমতের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। ছাত্রদল নেতা-কর্মী ও সাংবাদিকদের উপর হামলা ক্যাম্পাসে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ডরই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটি বিশেষ ছাত্র সংগঠনের নয়, বরং দল-মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবক। তাই সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নিরাপত্তা, তাদের স্বাধীনভাবে মত প্রকাশ ও কর্মকান্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। এমনকি একটি বিশেষ ছাত্রসংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই ছাত্রদল নেতা-কর্মী ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত ও চিহ্নিত ছাত্র নামধারী সন্ত্রাসীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নের্তৃবৃন্দ। একই সাথে বিশ্ববিদ্যলয়ে যেন সকল দল-মতের শিক্ষার্থী ও সংগঠন নির্বিঘে্ন তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারে সে পরিবেশ নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, এম এ কাউসার, অধ্যাপক ড. মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ড. মো. শহিদুল ইসলাম, মো. আল আমিন, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. এটিএম জাফরুল আজম, অধ্যাপক ড. এস. এম. মো¯তফা আল-মামুন, ড. শেখ মনির উদ্দিন, ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মোঃ হাসান উজ্জামান, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক মুক্তার আলি, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. মো. মেহেদী মাসুদ, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. হায়দার আলী, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, জনাব রাশীদ মাহমুদ, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, জনাব মোহাম্মদ সফিউল্যাহ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ড. নেভিন ফরিদা, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন তারেক, মো. মাজহারুল আনোয়ার, অধ্যাপক ড. মো. আবদুর রব, অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. মো. আবুল বাসার, কাওসার হোসেন টগর, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান, অধ্যাপক ড. মো. কামরুল এহসান, অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলাম, অধ্যাপক ড. খোন্দকার  মেসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এ.এ. মাহবুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক শামীম শামছি, অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অধ্যাপক ড. মু¯তাফিজুর রহমান, অধ্যাপক ড. রাজিয়া বেগম, অধ্যাপক ড. সাহিদা ইসলাম, অধ্যাপক ড. ছগীর আহমেদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. মো. শামসুল আলম, মোহাম্মদ আসাদুজ্জামান,  অধ্যাপক ড. ইউসুফ ইবনে হোসাইন, অধ্যাপক  ড. মো. মাসুদ আলম, ড. শেখ মো. ইউসুফ ও আবদুল আজিজ।