ঢাবির চ-ইউনিটে আসন প্রতি লড়বে ১১৮ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ১ম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত তা চলেবে।
জানা গেছে, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার এক জন। এবারের চ-ইউনিটে আসন প্রতি লড়বে ১১৮ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
বরােবরের মতোই কম আসনের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। মোট আসনের বিপরীতের প্রতিদ্বন্দ্বিতার বিচারে এই ইউনিটেই সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়।
এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।