গণভবনে গেলে আ.লীগ, কামালের সভায় গেলে গণফোরাম
শনিবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছিলেন ডাকসু ভিপি নুরুল হক নুর। সভায় মৌলিক অধিকার, মানবাধিকার সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তার ভাষায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির দ্বারপ্রান্তে এসে দেশ যে স্বৈরতন্ত্রের দিকে যাবে, এটা আমরা ছাত্রসমাজ মেনে নিতে পারি না। দেশের কোনো সুস্থ মস্তিস্কের মানুষ মেনে নিতে পারে না।
এদিকে নুরের ওই সভায় যোগদান নিয়ে স্যোশাল মিডিয়ায় নুরের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য এসেছে। বিষয়টি নিয়ে রোববার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডাকসু ভিপি।
নুর লিখেছেন- ‘‘ব্যাপারটা এমন যে ভিপি নুর গণভবনে গেলেই আওয়ামী লীগের লোক, গণফোরামের দাওয়াতে গেলে গণফোরামের লোক, বিএনপির কোন নেতার সাথে ছবি থাকলে বিএনপি। যৌক্তিক দাবি-দাওয়া/অনিয়মের প্রতিবাদ কিংবা আন্দোলন করলে সরকারবিরোধী। নিজের চরিত্রটা ঠিক আছে তো? একজন ব্যক্তিকে মূল্যায়নের আগে নিজের চেহারাটা একটু আয়নায় দেখে নিন।’’
সূত্রের তথ্য, নুর ছাড়াও ওই সভায় বক্তব্য রাখেন কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এই জোট গঠনের অন্যতম উদ্যোক্তা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ ।