০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে: ঢাবি ভিসি

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গার অবস্থানে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসময় সংকট মোকাবেলায় জাতিসংঘের কার্যকরী সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেনছ। বিভাগটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ফাউন্ডেশন ডে ট্রাস্ট ফান্ড’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর মিজ মিয়া সেপ্পো ‘ফাউন্ডেশন ডে লেকচার’ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. ডালেম চন্দ বর্মণ। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। আলোচনাপর্ব শেষে ক্যাম্পাসে এক শান্তি র‌্যালি বের হয়।