মারলে একবারে মেরে ফেলো, বারবার আঘাত কেন?
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর বেশ কয়েকবার হামলা হয়। হামলায় নুরকে বার বার আঘাত করা হয়। সর্বশেষ নিজ এলাকায় ঈদের পর তিনি হামলার শিকার হন। এতে তিনিসহ তার বেশ কিছু সমর্থক গুরুতর আহত হন।
সাম্প্রতিক এই হামলাগুলো নিয়ে ডাকসুর ভিপি নুর শনিবার (১৭ আগস্ট) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নিচে তার স্ট্যাটাসটি তুলে দরা হল-
‘মৃত্যু সে তো জীবনের স্বাভাবিক প্রক্রিয়ারই একটি অংশ। জন্মেছি যখন মরতে হবেই। তবে মানুষের অধিকার আদায়ে যে লড়াইটা শুরু করেছি, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সেটা চলবে।
সুতরাং মেরে ফেললে একেবারে মেরে ফেলো, অন্যথায় বারে বারে আঘাত করে লাভ নাই।’
এমন স্ট্যাটাস দেয়ার বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার উপর যারা হামলা করেছেন এবং হামলা করার জন্য যারা হুকুম দিয়েছেন স্ট্যাটাসটি তাদের জন্য দিয়েছি। তাদেরকে এটাই বোঝাতে চেয়েছি আমার উপর এভাবে হামলা করে, মেরে লাভ নেই। আমি এতে একটুও পিছপা হব না। আমাকে থামাতে হলে একেবারে শেষ করে দিতে হবে। যদি একেবারে মারতে না পারেন তাহলে এভাবে বার বার হামলা করার দরকার নেই।
উল্লেখ্য নুরুল হক নুর ঈদের পর বুধবার নিজ শহরে হামলার শিকার হন তিনি। গলাচিপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান আহত নুর ও তার সঙ্গীরা। নুরকে হাসপাতালে চিকিৎসা না দেয়ার জন্য হুমকি দেয়া হয়। তাই বাড়িতে ফিরে আসেন। সেখানেও হামলার আশঙ্কা করছেন তিনি।