হাসপাতালে অচেতন নুর (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ০৩:৩৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০১৯, ০৫:১৫ PM
হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুর। সেখালে চলছে তার চিকিৎসা। আজ বুধবার দুপুরে পটুয়াখালির গলাচিপায় হামলার শিকার হন তিনি। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। এবং চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে হামলার পর ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে আসার এক পর্যায়ে কয়েকজন যুবক নুরদের উপর হামলা চালায়। এসময় তাদের অনেকের হাতে লাঠি রড় ও স্টিলের বার ছিল। এবং নুরদের একটি স্টিলের দোকান নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক হৈচৈ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল হাসান রনো ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফরিদ আহসান কচিন।
এদিকে হামলার খবর পাওয়া পর ডাকসুর ভিপি নুরুল হক নুরুর মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে লাইন ব্যস্ত রয়েছে বলে সংযোগ কেটে যাচ্ছে।
খবর পেয়ে পটুয়াখালীর সার্কেল এসপি মু. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ওসি আকতার হোসেন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গলাচিপা থানার ওসি আকতার হোসেন নুরের ওপর হামলার সত্যতা স্বীকার করে জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এর আগে গত রমজানে বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার ভিপি নুর সহ অনেকে। সেখানেও স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে হামলা চালানো হয়। তবে হামলার ঘটনায় নিজেদের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পায়নি বলে দাবি ছাত্রলীগের।