০৬ আগস্ট ২০১৯, ১৩:১৯

ঢাবি ভর্তি জালিয়াতি: আরও ৬৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যলয় ভর্তি জালিয়াতির ঘটনায় আরও ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের সুপারিশ করা হয়েছে এবং কেন তাদের স্থায়ী বহিস্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার ভর্তি জালিয়াতির ঘটনায় গঠিত শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই সিদ্ধান্ত হয়।

এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলে এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিস্কারের সিদ্ধান্ত হলো।

গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তাদের সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের ৯১ শিক্ষার্থীর তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয় কর্তৃপক্ষ। সিআইডির পক্ষ থেকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো এক চিঠিতে এসব শিক্ষার্থীর বিস্তারিত তথ্য চাওয়া হয় ।

এদিকে, জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে একমত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সব ছাত্র সংগঠনের নেতারা, রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারাও।

তাদের ভাষ্য, প্রশাসন দ্রুত জড়িতদের স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করুক। আর সেটি বাস্তবায়ন না হলে সবাই মিলে আন্দোলনের ডাক দিয়ে কলঙ্কমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলা হবে। এরইমধ্যে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হল।

গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।