০৫ আগস্ট ২০১৯, ১১:৩৮

সাত কলেজের অধিভুক্তি বাতিল হলে ঢাকা অচলের হুমকি

  © ফাইল ফটো

সাত কলেজ নিয়ে কোনো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে রাজধানী ঢাকা শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজ আন্দোলনের সমন্নয়ক আবু বকর।

তিনি বলেন, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো অবৈজ্ঞানিক বা অধিভুক্তি বাতিলের মতো সিদ্ধান্ত নেয় তাহলে পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের ক্যাম্পাসের ভিতর। কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলে পুরো ঢাকা অচল হয়ে যাবে।

আবু বকর বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলের পক্ষে নয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকেই সমস্যার সুষ্ঠু সমাধান চান।