কিটের অভাবে ঢাবিতে ডেঙ্গু পরীক্ষা বন্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১১:০৮ AM , আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১১:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে কিটের অভাবে আজ সোমবার ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা বন্ধ থাকবে। এ সংক্রান্ত নোটিশ চিকিৎসাকেন্দ্রে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরীক্ষা শুরুর প্রথম দুই দিনে ৩১৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ২১ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে।
কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান জানান, গত বুধবার ডেঙ্গু নির্ণয় কার্যক্রম শুরু হওয়ার পর ১৬৮ জনের রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ১৫০ শিক্ষার্থীর রক্তের নমুনা নেওয়া হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় ৮ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। আর রোববার ১৫০ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকটের কারণে সোমবার বিশ্ববিদ্যালয় ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকবে। যে প্রতিষ্ঠান কিট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে কিট পাননি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের আগে কোনো কিট পাওয়া যাবে না।
গত ২৬ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু–আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হয়। বুধবার আনা হয় ডেঙ্গু শনাক্তকরণের ডিভাইস।