এফ রহমান হল সংসদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আলোকিত হয়ে তার মত জীবন গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর লেখা অসামাপ্ত আত্মজীবনী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ। শনিবার রাত ১০টার দিকে হল অডিটোরিয়ামে এই বই বিতরন করেন হল ছাত্র সংসদ।

অসামাপ্ত আত্মজীবনী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, হল সংসদের সহ- সভাপতি (ভিপি) আব্দুল আলিম, সাধারণ সম্পাদক (জিএস) রাহিম সরকার, সহ সাধারন সম্পাদক (এজিএস) শাকের আহমেদ আল আমিন সহ হল সংসদের নেতৃবৃন্দ ও হলের সাধারণ ছাত্ররা।

এ সময় হল প্রাধ্যক্ষ কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা স্বাধীনতার পক্ষে, দেশপ্রেম মানবতা মনুষ্যত্বের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে একটি সহানুভূতিশীল সমাজ বিনির্মাণের পক্ষে অবস্থান নিয়েছি। বঙ্গবন্ধুর আত্মজীবনী বই আমাদের ঠিকানা খুঁজে দেবে।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক ভাব বিনিময় করবে। আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবে এই বই। আমাদের অজানাকে জানার সুযোগ করে দিবে এই বই। তাই আপনারা বইটি অন্তর দিয়ে পড়বেন। আমরা যেন বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে পারি।’

হলের ভিপি আব্দুল আলিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বনেতা, তিনি বাঙালি জাতিকে এনে দিয়েছেন নিজস্ব পরিচয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমরা স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ তাঁর আদর্শ, প্রতিজ্ঞা, সাহস, একাগ্রতা, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মত্যাগকে সাধারণ শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকে আজকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করেছি।

জিএস রাহিম সরকার বলেন, ‘আগস্ট এমন একটি মাস যে মাসে হারিয়েছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হারানোর মাধ্যমে আমরা হারিয়েছি স্বাধীনতার মহান স্থপতিকে। যে সমস্ত হায়েনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশকে হত্যা করা সম্ভব। কিন্তু তারা বুঝতে পারেনি যে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু হাজার গুনে শক্তিশালী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আজকে আমার আপনার প্রতিটি ঘরে ঘরে বিরাজমান। আজকে আমরা অসাপ্ত আত্মজীবনী বিতরণ করেছি যাতে আমরা বঙ্গবন্ধুর জীবনের সাথে মিলিয়ে চলতে পারি।’

এজিএস শাকের আহমেদ আল আমিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি আমাদের একটি দেশ, একটি জাতি উপহার দিয়েছেন। আমরা চাই, আমাদের জীবন যেন জাতির পিতার আদর্শে আদর্শিত হয়। আমরা যেন তার আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। সে লক্ষ্যে আজকে আমরা জাতির পিতার লেখা অসামাপ্ত আত্মজীবনী বিতরণ করেছি।’


সর্বশেষ সংবাদ