জিয়া হল থেকে মদ-গাঁজাসহ ৬ বহিরাগত আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে গাঁজা ও মদসহ ছয়জনকে আটক করেছে হল প্রশাসন। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হল কর্মচারীদের টিনশেড কোয়ার্টার থেকে তাদের আটক করা হয় বলে হল সূত্রে জানা গেছে।
পরে তাদেরকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করে হল প্রশাসন। আটককৃতদের মধ্যে রয়েছেন- জিয়া হলের কর্মচারী মৃত আবুল কাশেমের ছেলে মোশারফ হোসেন পারভেজ।
বাকি পাঁচজন বহিরাগত বলে জানা গেছে। তারা হলেনঃ টিপু সুলতান রনি, অর্ণব সাগর, অনিক হাসান, মেহেদি কাজি ও মোঃ তপন।
জানতে চাইলেজিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হলের মৃত এক কর্মচারীর ছেলেসহ বহিরাগত ছয়জনকে মাদকসহ আটক করেছে আমাদের আবাসিক শিক্ষকরা। পরে প্রক্টরিয়াল টিমের সাহায্যে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিয়া হল থেকে মাদকসহ কয়েকজনকে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।