০১ আগস্ট ২০১৯, ০৯:০৩
ক্লাসে অপমান, রগ কেটে আত্মহত্যার চেষ্টা ঢাবি ছাত্রের
হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। নাম আরমান শাহরিয়ার। ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র তিনি। আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার রাত ১২টার দিকে হলেই এ ঘটনা ঘটান আরমান।
জানা গেছে, রাত ১২টার দিকে সে ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
আত্মহত্যার কারণ হিসেবে আরমান শাহরিয়ারের বন্ধুরা জানিয়েছেন, তার (আরমান) বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এই কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।