ভেতরে সিনেট অধিবেশন, বাইরে মশারি টানিয়ে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতংক ছাড়ছে না। প্রতিদিন বিশ্ববিদ্যালয়েল মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেলে ভীড় জমাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাস বন্ধের দাবি তুলছে তারা। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ভূমিকা সন্তুষ্ট পরতে পারেনি ছাত্র-ছাত্রীদের। তাই আজকের সিনেট অধিবেশনের সময় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে তারা।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর সামনে শিক্ষার্থীরা এই অবস্থান নেয়।
অবস্থানকারীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপাচার্য প্যানেল নির্বাচনে পরবর্তী যিনি উপাচার্য হবেন, তিনি যেন বর্তমান উপাচার্যের মত দায়িত্বহীনতার পরিচয় না দেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্টার বিল্ডিং এর সামনে অবস্থান নেন তারা। যাতে সকল সিনেট সদস্যরা বিষয়টি দৃষ্টিপাত করেন।
প্রতিকী অবস্থানের সময় শিক্ষার্থীদের হাতে স্লোগান সম্বলিত নানা প্ল্যাকার্ড ছিল। তাতে স্লোগান ছিল -ডেঙ্গুতে মানুষ মরে, স্বাস্থ্যমন্ত্রী বিদেশে ঘুরে, অপরিচ্ছন্ন প্রশাসনই ডেঙ্গু মহামারীর জন্য দায়ী, হলে হলে ডেঙ্গু মহামারী দায় কার, মন্ত্রী সাহেব সারাদিন কি আমি মশারির ভিতরে থাকবো ইত্যাদি।
এ বিষয়ে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু রায়হান খান বলেন, গত কিছুদিন ধরে ডেঙ্গু প্রকোপ ব্যাপক আকার ধারণ করছে। কিন্তু ভিসি স্যার বলেছেন, এর সংখ্যা পনেরোর বেশি নয়। গত কিছুদন আগে বঙ্গবন্ধু হলের একজন মারা গেছে। আমরা ভিসি স্যারের এমন কথার প্রতিবাদ জানাই। আজকে ভিসি প্যানেল নির্বাচন। তাই ভিসির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।
ছাত্র ফেডারেশনের বেনজির বলেন, ক্যাম্পাসের সাধারন ছাত্ররা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল বা ঢাকা মেডিকেলে গেলে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা ডেঙ্গুেতে আক্রান্ত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জানেনা। ভিসি স্যারের এর আগেও বলেছেন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪-১৫ জনের বেশি হবে না। ভিসি স্যার তার জায়গা থেকে এমন দায়সারা বক্তব্য দিতে পারেন না।
তিনি আরো বলেন, আজকে উপাচার্য প্যানেল নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নির্বাচিত ভিসি আসতে যাচ্ছেন। নতুন ভিসি যেন এমন দায়িত্বহীন বক্তব্য না দেন বরং ছাত্রদের হলে গিয়ে খোঁজ নেন,তদারকি করেন ডেঙ্গু আক্রান্ত ছাত্রদের এই আহ্বানের জন্য শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে।
প্রতীকী অবস্থানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির,বর্তমান সভাপতি আবু রায়হান খান, সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াকসহ আরো অন্যান্য নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।