ঢাকা মেডিকেলে ডেঙ্গু পরীক্ষা করতে আসা ৮০% ঢাবি শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৪:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৪:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আতংক বেড়েই চলেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুতে এবং ছেলে-মেয়েদের বিভিন্ন হলে অনেকে আক্রান্ত হওয়ায় এই আতংক বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু সন্দেহে রক্ত পরীক্ষা করতে যাওয়া রোগীর ৮০ শতাংশই ঢাবি শিক্ষার্থী বলে জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের শিক্ষক মো. আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে ঢামেক ভাইরোলজি বিভাগের ল্যাবরেটরিতে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন জ্বরের রোগী ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন। এ সব রোগীর ৮০ শতাংশই ঢাবি শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে জ্বরাক্রান্ত ছাত্র-ছাত্রীরা ডেঙ্গু পরীক্ষা করাতে ছুটছেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে যত্রতত্র ডেঙ্গু মশার প্রজননের সহায়ক উপাদান রয়েছে। তাই ক্যাম্পাস ও হলগুলোতে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করা প্রয়োজন।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবির স্বাধীন নামে এক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু ভীতি দেখা দিয়েছে। সামান্য জ্বর হলেই চিকিৎসকের কাছে ছুটছেন তারা। প্রথমবার রক্ত পরীক্ষায় (ডেঙ্গু এনএসওযান) নেগেটিভ এলেও অনেকেই আতঙ্কে দ্বিতীয়বার রক্ত পরীক্ষা করাচ্ছেন।