২৮ জুলাই ২০১৯, ২৩:২৪

ঢাবিতে ডেঙ্গু: শিক্ষার্থীদের গ্রামের বাড়িতে না যেতে অনুরোধ করলেন ভিপি নুর

গতকাল (শনিবার) থেকে ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক শিক্ষার্থীদের ভন গ্রুপে অনলাইনে জরিপে দেখা যায়, প্রায় ৭৫০০ শিক্ষার্থী ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছে। কিন্তু ক্যাম্পাস বন্ধ হলে এলাকায় গিয়ে আক্রান্তরা সুচিকিৎসা না পেলে অবস্থার আরও অবনতি হতে পারে। আর ঢাকাতে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক থাকা সত্ত্বেও তারাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সেখানে ঢাকার বাহিরের অবস্থা তো আরও খারাপ! তাছাড়া নানা কারণে প্রশাসনসহ অনেকেই ক্যাম্পাস বন্ধের বিপক্ষে।

তবে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে ভালভাবে প্রস্তুত করা হয়েছে। তাছাড়া ডেঙ্গু রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হল ও ক্যাম্পাসে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি জোরালো করা হয়েছে। মেডিকেল সেন্টারে রক্তের প্লাটিলেটস গণনার নতুন মেশিন স্থাপন করা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই ডেঙ্গু NS1 পরীক্ষার মেশিন আনা হবে।

ঢাকা মেডিকেলকে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় প্রদর্শন পূর্বক অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পরিচালকসহ সংশ্লিষ্টদের সাথে কার্যকর আলোচনা হয়েছে। তারপরেও সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

নানা ধরণের প্রতিকূলতার মধ্যে থেকেও আপনাদের আস্থা-ভালবাসা ও নিজের দায়বদ্ধতা থেকে আপনাদের জন্য কিছু করার থাকে সবসময়ই।