ঢাবিতে শুরু হচ্ছে আন্তঃবাস রুট ফুটসাল প্রতিযোগিতা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৮:১৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৮:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ‘ডাকসু আন্তঃবাস রট ফুটসাল প্রতিযোগিতা’। সোমবার-মঙ্গলবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই প্রতিযোগিতার আয়োজন করছে। এর সার্বিক পৃষ্ঠপোষকতায় থাকছে বসুন্ধর কিংস গ্রুপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে ১৬টি বাসরুট ৪টা ভাগে অংশগ্রহণ করবে। এ চারটি ভাগ হলো- মহানন্দা, ধলেশ্বরী, তুরাগ ও ডাকাতিয়া ভাগ।
খেলা শুরুর আগে ২৯ তারিখ সকাল ৮টায় জার্সি পরিধান করে বাসরুটের খেলোয়াড়বৃন্দ, ম্যানেজারসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে র্যালী নিয়ে খেলার মাঠে যাত্রা শুরু করবেন।
খেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ৩০ তারিখ বিকেলে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।
এই প্রতিযোগিতাটি পরিচালনা করবেন ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর ও সদস্য মো: সাইফুল ইসলাম রাসেল।
এ বিষয়ে জানতে চাইলে তানভীর বলেন, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগগুলোর জন্য নিয়মিত খেলার আয়োজন করা হয়। কিন্তু যারা অনাবাসিক তারা এসব প্রতিযোগিতা থেকে বঞ্চিত থাকেন। তাই তাদের জন্যই আমাদের এই ব্যতিক্রম আয়োজন। এই খেলায় যারা বিভিন্ন বাস রুটে যাতায়াত করেন শুধুমাত্র তারাই খেলায় অংশগ্রহণ করতে পারবেন।