ঢাবি মেডিকেলেই ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৯:১২ AM , আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ইতোমধ্যে প্রায় ৭৩ জন ছাত্র-ছাত্রী আক্রান্ত হওয়ার খবর পাওয়ায়। দিন দিন এই অবস্থা ভয়াবহ আকার ধারণ করায় ঘুম ভেঙেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্থাপন করা হচ্ছে রক্তের প্লাটিলেট পরিমাপের যন্ত্র। আজ এসব যন্ত্র বসানো হবে। এর ফলে এখন থেকে কোন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হলে তাৎক্ষণিভাবে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনই ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, ‘হল প্রশাসনগুলোকে আক্রান্ত শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজ নিতে বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে। কোন শিক্ষার্থী আক্রান্ত হলে সাথে সাথে যাতে আমাদের জানানো হয়। আমরাই ব্যবস্থা নিতে পারব।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাস ছুটির দাবিও তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তারা এমন দাবি তুলে ধরেন। তারা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না সেহেতু এমন অবস্থায় ক্যাম্পাস ছুটি ঘোষনা করাই ভালো।
শনিবার বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের হলে মোট ৭৩ জন ছাত্র-ছাত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ছেলেদের ১২টি হলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। আর মেয়েদের তিনটি হলে আক্রান্ত হয়েছেন ৭ জন। বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপ ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’র চাওয়া তথ্যের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে।
ছেলেদের হলে আক্রান্ত হওয়াদের মধ্যে— এফএইচ হলের ১০১৭ নং রুমে ৫জন, ১০১৫ নং রুমে ৫জন। শহীদুল্লাহ হলের ১১০২ নং রুমে ৩জন। একুশে হলের ৫০৩ নং রুমে (সালাম) ১জন। সূর্যসেন হলের ১৭৯ নং রুমে (লাদেন গুহা) ৭জন, ২২৬ নং রুমে ২জন এবং ২৩০, ২৩৪ রুমে আরও ২জন। জসীমউদদীন হলের ৫৩১ নং রুমে ২জন ও ১১৩ নং রুমে ১ জন। বঙ্গবন্ধু হলের ১১৩ নং রুমে ৯জন এবং ৪২০ নং রুমে ১জন। জিয়া হলের ৪২২ নং রুমে ১জন ও ২২৫, ২২৬, ২২৭ নং রুমে মোট ৬জন এবং ৪২২ নং রুমে আরও ১জন। এসএম হলের বারান্দায় থাকাদের মধ্যে ৫জন (আরো অনেকেই আক্রান্ত)। জহুরুল হলের ৬ নং রুমে ৪জন এবং ১০১৩ নং রুমে ২জন। জগন্নাথ হলের ২৪৯ ও ৪৪৮ নং রুমে ২জন এবং ২০০৪ নং রুমে ১জন। মুহসীন হলের ৩৫২ নং রুমে ১জন। এফআর হলের ৫২২ নং রুমে ১জন। বিজয় ৭১ হলের পদ্মা ব্লক ৭০০৩ নং রুমে ১জন, ৬০০৬ নং রুমে ১জন, ৬০১২ নং রুমে ১জন, ২০০৭ নং রুমে ১জন, ৯০০৬ নং রুমে ১জন। আর যমুনা ব্লকের ৩০১০ নং রুমে ১জন, ৬০০৯ নং রুমে ১জন।
এছাড়া মেয়েদের ফজিলাতুন্নেসা মুজিব হলের ৫২১ নং রুমে ১জন। শামসুন নাহার হলের ১০০২ নং রুমে ১ জন, ১০০৬ নং রুমে ১ জন। সুফিয়া কামাল হলের ৮০৫ নং রুমে ১জন, ৮০৪ নং রুমে ১ জন, ৮০৬ রুমে ১ জন, ৮০২ নং রুমে ১ জন ডেঙ্গ রোগে আক্রান্ত। পুরো ক্যাম্পাসে ভয়াবহ অবস্থা ধারণ করেছে ডেঙ্গু জ্বর।
বিভিন্ন হলে খবর নিয়ে জানা গেছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। হলের বিরূপ পরিবেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে, প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা গণরুমে থাকেন তারাই বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে।
এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রতিটি হলের প্রশাসনের সাথে ডেঙ্গু নিধনে ওষুধ ছিটানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেখানে স্যাঁতসেঁতে এলাকা ও পানি জমে আছে ওইসব এলাকায় ওষুধ ছিটানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন স্বাস্থ্য সচেতন থাকে। মশার বিষয়ে যেন সবাই নিরাপদ থাকে। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ রাখে।