ডেঙ্গু আক্রান্ত ঢাবি ছাত্রী, হাসপাতালে নিতে সাহায্য করলেন না আবাসিক শিক্ষিকা
ডেঙ্গু আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এক আবাসিক ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে সাহায্য করলেন না ওই হলের এক আবাসিক শিক্ষিকা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সহায়তায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ছাত্রীর সহপাঠী ও ওই হলের আবাসিক ছাত্রীরা এমন অভিযোগ এনে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ছাত্রীর নাম পুষ্পিতা চাম্বুগং। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পুষ্পিতা চাম্বুগং। শনিবার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে রাত ১০টায় তাকে জরুরী ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে ওই ছাত্রীর বান্ধবীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীকে ফোন দেন। কিন্তু প্রক্টর ওই হলের আবাসিক শিক্ষিকাদের সহায়তা নিতে বলেন। পরে হলের আবাসিক শিক্ষিকা ফারহানা ফেরদৌসিকে জানানো হলে তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে জানান এবং ওই ছাত্রীর স্থানীয় অভিভাবককে এসে হাসপাতালে নিয়ে যেতেত বলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সহায়তায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে ওই হলের আবাসিক ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর রুমমেট তিনু বলেন, আমি প্রক্টর স্যারকে ফোন দিলে উনি আবাসিক শিক্ষকদের ফোন দিতে বলেন। তারপর আমি ফেরদৌসি ম্যাডামকে ফোন দিলে তিনি রোগীর লোকাল গার্ডিয়ানকে ফোন দিতে বলেন। তারা কিছু করতে পারবেন না বলে জানান।
এ বিষয়ে রোকেয়া হলের আবাসিক শিক্ষিকা ফারহানা ফেরদৌসি বলেন, বিষয়টি তেমন কিছু না। রাতে হলের এক মেয়ে ফোন দিয়েছিল। ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের জন্য দুজন শিক্ষিকা রয়েছে। তারেই একটা ব্যবস্থা নিবে। লোকাল গার্ডিয়ানের ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে তেমন কথা হয়নি। লোকাল গার্ডিয়ান কোথায় থেকে আসবে? আগেতো হলের হাউজ টিউটররা যাবেন।